স্টাফ রিপোর্টার :বিভাবরী,ঢাকা
🕘১২/০৯/২০২০
কোভিড-১৯ মহামারির ভ্যাকসিন বাজারে এখনো আসেনি। এজন্য সংক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা একটাই পরামর্শ দিয়ে যাচ্ছেন -স্বাস্থ্যবিধি ( হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা,ঘন ঘন হাত ধোঁয়া, মাস্ক ব্যবহার) মেনে চলা। বিশেষজ্ঞদের পরামর্শ , ঘর থেকে বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করা উচিত।
এই মাস্কের সঙ্গেই বিক্রি হচ্ছে ফেস শিল্ডও। তাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- মাস্ক পরলে কি ফেস শিল্ড পরার কোনো প্রয়োজন রয়েছে? নাকি মাস্ক না পড়ে শুধু ফেস শিল্ড পরলেই হবে? তবে বিশেষজ্ঞরা বলছেন, মাস্কের বদলে ফেস শিল্ড ব্যবহার করা মোটেই নিরাপদ নয়। অতএব মাস্কের দ্বারা অবশ্যই মুখ ঢাকতেই হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো বলছেন, মাস্কের বিকল্প হিসেবে ফেস শিল্ড আ-দৌ সুরক্ষিত কি-না কিংবা এ ধরনের প্লাস্টিকের সুরক্ষাকবচে আক্রান্ত ব্যক্তি থেকে রেহাই পাওয়া যাবে কি-না, সে ব্যাপারে যথেষ্ট গবেষণা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, মাস্ক পরার পাশাপাশি যদি আপনি করোনাভাইরাস থেকে আরও কিছুটা নিজেকে নিরাপদে রাখতে চান, তাহলে ‘একস্ট্রা প্রোটেকশন’ হিসেবে ফেস শিল্ড ব্যবহার করা যেতেই পারে।এতে কিছুটা সুরক্ষা নিশ্চিত হবে।
অবশ্য ফেস শিল্ডের একটা কার্যকরী দিকও রয়েছে। মাস্ক পরলে যেমন শুধু মুখ ঢাকা থাকছে। কিন্তু মাস্কের সঙ্গে ফেস শিল্ড পরলে আপনার চোখও অনেকটা সুরক্ষিত থাকতে পারে। পাশাপাশি মুখাবয়বে আপনার হাতের স্পর্শ লাগবে না, যার ফলে আপনি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই নিরাপদে থাকতে পারবেন।তাই উভয় পড়ার অভ্যাস থাকা জরুরি।
ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, হুডেড বা যেসব ফেস শিল্ডের চারদিকে র্যাপ দিয়ে মোড়া, সেগুলো অনেকটাই সুরক্ষিত। তবে, যদি আপনার কাছে পুনর্ব্যবহারযোগ্য ফেস শিল্ড থাকে, তাহলে তা ব্যবহার করার পর পরিষ্কার করা অবশ্যক। ফেস শিল্ড পরার আগে এবং খোলার আগে হাত ধোওয়া আবশ্যক। সেইসঙ্গে মুখ স্পর্শ না করে ফেস শিল্ড খোলাটাও জরুরি এবং ঘর থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলা আবশ্যক।