আলমগির, ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডোস আধানম ঘেব্রেয়াসাস আশাবাদী যে আগামী দু’বছরের মধ্যে করোনা মহামারী শেষ হবে। জেনভায় শুক্রবার তিনি বলেন, ১৯১৮ সালের স্পেনিশ ফ্লো দু’বছরের মধ্যে শেষ হয়ে গিয়েছিলো। কিন্তু বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তি করোনা ভাইরাসকে আরও কম সময়ে আটকে দিতে পারবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবার সম্ভাবনা বেশি। কিন্তু একই সময়ে এটি দমন করার মতো উন্নত প্রযুক্তি জ্ঞান আমাদের আছে। এ বিষয়ে বৈশ্বিক ঐক্যের প্রতি গুরুত্ব দেন তিনি।
তাছাড়াও করোনাভাইরাস মহামারীতে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট(পিপিই) নিয়ে বিভিন্ন দূর্নীতিকে ‘অপরাধ’ বলে আখ্যায়িত করেন তিনি।
তিনি বলেন, যেকোনো ধরনের দুর্নীতিই অগ্রহণযোগ্য। তবে পিপিই নিয়ে দুর্নীতি?আমার মতে এটা আসলে একটা হত্যাকাণ্ড। কারণ স্বাস্থ্য কর্মীরা যদি পিপিই ছাড়া কাজ করে, আমরা তাদের জীবনের ঝুঁকিতে ফেলছি। সেই সঙ্গে যাদের তারা সেবা দিচ্ছেন, তাদের জীবনকেও ঝুঁকিতে ফেলা হচ্ছে।
উল্লেখ্য,করোনাভাইরাসে এ পর্যন্ত সারাবিশ্বে প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং ২ কোটি ২৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।