📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন।
📃নভেম্বর ৯, ২০২০
সিনিয়র স্টাফ নার্স (নার্সিং কর্মকর্তা) ব্যাচ-২ এর সরকারি চাকুরিতে যোগদানের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢামেকহা-তে কর্মরত নার্সিং কর্মকর্তাগন আজ ৮ নভেম্বর ২০২০ বর্ণাঢ্য এক আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করেছেন।
এর আগে ৩০ অক্টোবর ২০২০ তারিখে ঢামেকহা ব্যাচ-২ এর নার্সিং কর্মকর্তা সাহেল সরকারের সভাপতিত্বে আয়োজিত এক সভায় আব্দুল লতিফ-কে আহবায়ক ও মুকুল হোসাইন কে সদস্য সচিব করে এবং হাফিজ বারী, নিয়াজ মাকদুম, নারায়ন চন্দ্র সরকার, জাহিদ হোসাইন, উম্মে মরিয়াম চৌ. শাপলা, সালমা আক্তারসহ ২০ সদস্য বিশিষ্ট ২ বর্ষপূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়েছিল।
আয়োজক কমিটির আহবায়ক মুকুল হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনাব শিখা বিশ্বাস সেবা তত্বাবধায়ন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জনাব কামাল হোসেন পাটওয়ারী, সভাপতি বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, আসাদুজ্জামান জুয়েল, সাধারন সম্পাদক বিএনএ, ঢামেকহা, ইকবাল হোসেন সবুজ, মহাসচিব স্বাধীনতা নার্সেস পরিষদ কেন্দ্রীয় কমিটি, আনিছুর রহমান নার্সিং সুপারভাইজার, নার্গিস খানম মুন্নী, সভাপতি স্বানাপ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, দোলেনা খাতুন, নার্সিং সুপারভাইজার সহ ২০১৮ সালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বক্তারা ২০১৮ সালে ৫১০০ নার্স নিয়োগের জন্য নার্সদরদী প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।