সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুর এ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ৭.০০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস উদযাপন, পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও মহান মুক্তিযুদ্ধে আত্মৎস্বর্গকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ জনাব নাজমা আক্তার সহ সকল শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও কর্মচারীগণ।
পরে অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে বঙ্গবন্ধুর বণ্যাঢ্য জীবন ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয় ।
পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।