অনলাইন ডেস্ক
বিডিনার্সিং২৪.কম
১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা নানা কর্মসূচী পালন করেছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে ০১ মিনিট নিরবতা পালনের করে শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাদের কর্মসূচী শুরু হয়। এর পর তারা বঙ্গবন্ধুর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্বানাপ, মমেকহা’ সভাপতি মোঃ ইছমাইল হুসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য নেত্রীবৃন্দ। সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন শোক কে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর আদর্শ মেনে আমাদের এগিয়ে যেতে হবে। এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করেন। নার্সিং পেশায় বঙ্গবন্ধুর অবদান নিয়ে তিনি বলেন, নার্সদের বঙ্গবন্ধু অসম্ভব ভালোবাসতেন। নার্সিং পেশার উন্নতি নিয়ে বঙ্গবন্ধুর চিন্তাভাবনার প্রতিফনই হচ্ছে বর্তমানে যা বাস্তবায়নে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বর্তমান পেনডেমিক অবস্থায়ও নার্সরা অকুতভয়ের মত মানব সেবায় কাজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন নিয়েও ভূয়সী প্রশংসা করেন নার্সদের।