রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

আশার খবর : কোভিড ১৯ জয় করে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৭ লাখের বেশি মানুষ-

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪৫৭ Time View

👤স্টাফ রিপোর্টার : বিভাবরী, ঢাকা। 🕜৩১.০৮.২০২০

করোনাভাইরাসের কারণে এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে সারাবিশ্বে। লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে এই ভাইরাসটি । তবে করোনা থেকে সুস্থতার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত ১ কোটি ৭৭ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে।

এক পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত কমপক্ষে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৪২৩। এর মধ্যে মারা গেছে ৮ লাখ ৪৫ হাজার ৪১৪ জন।

এদিকে, আরেকটি পরিসংখ্যান বলছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৭৯১। এর মধ্যে মারা গেছে ৮ লাখ ৫০ হাজার ৬৩০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৭২৯ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই তাণ্ডব চালাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬১ লাখ ৭৩ হাজার ৩২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৮৭ হাজার ২২৫ জন। যা এখন পর্যন্ত সব দেশের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৫ লাখ ৬০ হাজার ২৮৯টি। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫ হাজার ৯৯৬ জন।

এদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৬২ হাজার ৩১১। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২০ হাজার ৮৯৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৩০ লাখ ৩১ হাজার ৫৫৯ জন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৭ লাখ ৯ হাজার ৮৫৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এর মধ্যেই করোনা সংক্রমণ ৩৬ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৮ হাজার ৫১৩ জন। অর্থাৎ একদিনেই আক্রান্ত হয়েছে প্রায় ৭৯ হাজার মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছে ৯৭১ জন। ফলে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৪৬৯ জনের। ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৭ লাখ ৭৪ হাজার ৮০২ জন। ফলে দেশটিতে সুস্থতার হার ৭৬ দশমিক ৬২ শতাংশ।

বর্তমানে ভারতে করোনার অ্যাক্টিভ কেস ৭ লাখ ৮১ হাজার ৯৭৫টি। মাত্র ২১৪ দিনেই ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্ত হয়েছে পাঁচ লাখের বেশি মানুষ।

এদিকে, রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৯০ হাজার ৩২৬। এর মধ্যে মারা গেছে ১৭ হাজার ৯৩ জন। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৬ হাজার ৯৮২ জন। অপরদিকে, পেরুতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৭ হাজার ১৬৬। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ৭৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৫৫ হাজার ৪৫৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102