বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

০৫ অক্টোবর এবাবের বিশ্ব শিক্ষক দিবস,জেনে নিন ঘরে বসে উদযাপন এর উপায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

মহামারি করোনা ভাইরাসে থমকে গেছে পুরো পৃথিবী, বদলে গিয়েছে সবকিছুই। এরকম পরিস্থিতিতেই শনিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষক দিবস। প্রতি বছর নানা আয়োজনে স্কুল-কলেজ-সহ যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি পালন করা হয়। কিন্তু এবার তো আর সেটা করা যাচ্ছে না।
তাহলে কীভাবে পালন করা যায় সে সম্পর্কিত বেশকিছু টিপস নিচে শেয়ার করা হল:
সোশ্যাল মিডিয়ায় মনের কথা: কাউকে স্পেশালভাবে ফিল করানোর সবচেয়ে জনপ্রিয় উপায়ের মধ্যে অন্যতম এটি। শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী, সকলেই রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে আর চিন্তা কি? মনকাড়া বিভিন্ন শুভেচ্ছা বার্তা হোক কিংবা নিজের মনের কথা পোস্ট করে ফেললেই হল। কেউ কেউ আবার শিক্ষক-শিক্ষিকাদের ছবি স্ট্যাটাসে শেয়ার করতে পারেন।
ভিডিওতে মনের কথা: নিজের প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে অনেক কিছুই বলতে চান অনেকে। কিন্তু সামনা-সামনি তা বলা হয়ে ওঠে না। এই একটা দিনই সে সুযোগ মিলতে পারে। এবার তো আর সামনা সামনি সেসব বলার উপায় নেই। তাই ভিডিও করেই নাহয় তাদের সেসব মনের কথা জানিয়ে দেওয়া যাক। শুধু কী মনের কথা, পুরনো কোন ভাল বা মজার সময়ের ভিডিও রিপোস্ট করা যেতে পারে। এই সময় স্কুল, কলেজ, ভার্সিটি বা ক্লাসরুমকে কতটা মিস করছেন তা-ও জানাতে পারেন। এর পর ভিডিওটি এডিট করে তা শিক্ষককে মেইল করে দিন।
Slide Show-তে ধন্যবাদ: জলদি বানিয়ে ফেলুন স্লাইড শো প্রেজেন্টেশন। শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে স্লাইড শো তো বানানো যেতেই পারে। সঙ্গে শিক্ষকদের ছবি থাকলে তো কথাই নেই। একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড থিম সেট করে সেই ছবিগুলো পরপর লাগিয়ে দিন। কিংবা বানিয়ে ফেলুক কোলাজ। সঙ্গে ছাত্রদের কোন নোট বা চিঠিও এই স্লাইড শো-তে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
লিখে জানান মনের কথা: করোনাতে ভার্চুয়ালেই হচ্ছে সব। তাই নস্টালজিয়াকে উসকে দিতে দোষ কোথায়! আগে যেমন চিঠির মাধ্যমে একে অপরের কুশল জানা হত, তেমনই এবারও করতে পারেন। এ ক্ষেত্রে শিক্ষকদের উদ্দেশে চিঠি পোস্ট করতে পারেন। সঙ্গে থাকতেই পারে পুরনো দিনের ছবিও।
ডিজিটাল গিফট কার্ড: এবার তো আর সরাসরি উপহার দেওয়া যাবে না। তাই ভরসা অনলাইন ডেলিভারি। তাই এবার শিক্ষক দিবসের আগে ডিজিটাল গিফট কার্ডের চাহিদা প্রচুর। কিংবা শিক্ষককে তার পছন্দের বই থেকে শুরু করে যে কোনও উপহারই পাঠাতে পারেন।

 

মানুষ গড়ার এসব কারিগরদের বিডিনার্সিং২৪ পরিবারের পক্ষ   থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102