বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলের নক্ষত্র মুশফিক “মিস্টার ডিপেন্ডেবল”

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১০ Time View

👤স্টাফ রিপোর্টার-জাহিদ হাসান,ঢাকা🕔০৩ সেপ্টেম্বর ২০২০ঃ

বিডিনার্সিং২৪.কম এর খেলাধুলা  বিনোদন এর “বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব”  আজকেরপ্রতিবেদনে থাকছে মুশফিকুর রহিম এর ক্রিকেট ক্যারিয়ার এর কিছু তথ্য-

মোহাম্মদ মুশফিকুর রহিম (জন্ম: ৯ মে, ১৯৮৭) একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের তিন ফর্মেটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেপ্টেম্বর ২০১১ থেকে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন।[২] মূলত তিনি একজন উইকেট-রক্ষক এবং মাঝারিসারির ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন।[৩]

👤ব্যক্তিগত তথ্য :-

👉👉পূর্ণ নাম:মোহাম্মদ মুশফিকুর রহিম

👉👉জন্ম:৯ মে ১৯৮৭ (বয়স ৩৩) [১]
বগুড়া, বাংলাদেশ।

👉👉ডাকনাম:মিতু

👉👉উচ্চতা:৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)।

👉👉ব্যাটিংয়ের ধরণ:- ডানহাতি ব্যাটসম্যান।

👉ভূমিকা:উইকেট-রক্ষক, ব্যাটসম্যান
👉👉সম্পর্ক:মাহবুব হামিদ তারা (বাবা)
রহিমা খাতুন (মা)

👰জান্নাতুল কিফায়াত মন্ডি (স্ত্রী)।

👤আন্তর্জাতিক তথ্য :-

জাতীয় পার্শ্ব বাংলাদেশ
👉👉টেস্ট অভিষেক:
(ক্যাপ ৪১)
২৬ মে ২০০৫ বনাম ইংল্যান্ড

👉👉শেষ টেস্ট:১২ জুলাই ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ

👉👉ওডিআই অভিষেক:
(ক্যাপ ৮০)
৬ আগস্ট ২০০৬ বনাম জিম্বাবুয়ে

👉👉শেষ ওডিআই:২৬ সেপ্টেম্বর ২০১৮ বনাম পাকিস্তান
ওডিআই শার্ট নং
১৫

👉👉টি২০: অভিষেক
(ক্যাপ ১৫)
২৮ নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে

👉👉শেষ টি২ ০:৩ নভেম্বর ২০১৯ বনাম ভারত

👤ঘরোয়া দলের তথ্য:-

বছর                  দল

২০০৬           রাজশাহী বিভাগ

২০০৭             সিলেট বিভাগ

২০০৮           রাজশাহী বিভাগ

২০১২           দুরন্ত রাজশাহী

২০১২         নাগেনাহিরা নাগাসউ

২০১৩- ২০১৫  সিলেটরয়্যালস

২০১৬               করাচী কিংস

২০১৬               বরিশাল বুলস

২০১৮-১৯       চিটাগাংভাইকিংস

👥খেলোয়াড়ী জীবনের

পরিসংখ্যান:-টেস্ট        ওডিআই     টি২০   এলএ

👉👉ম্যাচ সংখ্যা:- ৬৬, ২১৬, ৭৭ ,২৮৬।

👉👉রানের সংখ্যা:- ৪,০০৬ ৬,১০০ ১,১৩৮ ৮,৫২৬

👉👉ব্যাটিং গড় :-৩৫.১৪ ৩৬.৩০ ১৯.৯৬ ৩৮.৪০
১০০/৫০ ৬/১৯ ৭/৩৫ ০/৪ ১০/৫৩।

👉👉সর্বোচ্চ রান:- ২১৯* ১৪৪ ৭২* ১৪৫*

👉👉ক্যাচ/স্ট্যাম্পিং:- ১০২/১৫ ১৮১/৪৪ ৩১/২৮ ২৩৯/৭৯

উৎস:ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ নভেম্বর ২০১৯

বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সের ভাষ্যমতে, “রহিমের ব্যাটিং এতটা বহুমাত্রিক যে তিনি এক থেকে ছয় পর্যন্ত যে কোন অর্ডারে খেলতে পারেন।”[৪] মুশফিক বগুড়া জিলা স্কুল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুশফিক ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মুশফিক ইতিহাস বিভাগে প্রথম-শ্রেণীতে উত্তীর্ণ হন।

২০১৮ সালে নভেম্বরে জিম্বাবুয়ে এর বিপক্ষে ২য় টেস্ট এ তার ও বাংলাদেশের হয়ে কোনো ব্যাটসম্যান এর হয়ে সর্বোচ্চ ২ টি ডাবল সেঞ্চুরি এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দুইটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন।

বিডিনার্সিং২৪.কম পরিবারের পক্ষ থেকে শুভকামনা “মিস্টার ডিপেন্ডেবল” এর জন্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102