নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-ময়মনসিংহ বিভাগ ও জেলা কমিটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানের মধ্যে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন ও র্যালী এবং বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মকেক হাসপাতালের সম্মানীত পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, উপপরিচালক জনাব ডাঃ মোঃ জাকিউল ইসলাম, সহকারী পরিচালক জনাব ডাঃ শেখ আলী রেজা সিদ্দিকী, সেবা তত্ত্বাবধায়ক জনাব নিভা রানী চন্দসহ উপসেবা তত্ত্বাবধায়ক, নার্সিং সুপারভাইজার এবং সাধারণ নার্সগণ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনএ-ময়মনসিংহ বিভাগ কমিটির সভাপতি জনাব মোহনেছ মুক্তা, সাধারণ সম্পাদক জনাব মোঃ আমানুল্লাহ ও বিএনএ-ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জনাব মোঃ ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব তৌহিদ মোহাম্মদ জুয়েল এবং বিএনএ এর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগিদের উন্নত খাবার পরিবেশন তদারকি করেন হাসপাতাল প্রসাসন ও বিএনএ-ময়মনসিংহ বিভাগ ও জেলা কমিটি।
বিএনএ/ময়ম