বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেটের সেরা অপেনার—

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪১ Time View

স্টাফ রিপোর্টার-জাহিদ হাসান,ঢাকা🕛০৭সেপ্টেম্বর২০২০:-

 

বিডিনার্সিং২৪.কম এর খেলাধুলা ও বিনোদনের ধারাবাহিক প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবনিয়ে নিয়মিত প্রতিবেদনের শেষ আজ থাকছে তামিম ইকবাল এর ক্রিকেট ক্যারিয়ার এর বিস্তারিত —               

তামিম ইকবাল খান (জন্ম ২০ মার্চ ১৯৮৯) হলেন একজন বাংলাদেশী ক্রিকেটার। ২০০৭ সালে তামিম ইকবালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশী হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন।[৩] ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশী হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এবং সেই সাথে আর. প্রেমাদাস স্টেডিয়ামে সনাথ জয়াসুরিয়ার করা ২৫১৪ রানের রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে নিজের নাম লেখান।[৪][৫

ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম তামিম ইকবাল খান[১]
জন্ম ২০ মার্চ ১৯৮৯ (বয়স ৩১)
চট্টগ্রাম, বাংলাদেশ
ডাকনাম তামিম
উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
ব্যাটিংয়ের ধরন বা হাতি
বোলিংয়ের ধরন ডান হাতি অফ ব্রেক
ভূমিকা উদ্বোধনী ব্যাটসম্যান
সম্পর্ক আকরাম খান (চাচা),
নাফিস ইকবাল (ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ৫১)
৪ জানুয়ারি ২০০৮ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট ২২ ফেব্রুয়ারি ২০২০ বনাম জিম্বাবুয়ে
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮৩)
৯ ফেব্রুয়ারি ২০০৭ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই ৬ মার্চ ২০২০ বনাম জিম্বাবুয়ে
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৭)
১ সেপ্টেম্বর ২০০৭ বনাম কেনিয়া
শেষ টি২০আই ২৫ জানুয়ারি ২০২০ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছর দল
২০০৭–বর্তমান চট্টগ্রাম
২০১১ নটিংহ্যামশায়ার
২০১২ চিটাগাং কিংস
২০১৩ দুরন্ত রাজশাহী
২০১২ ওয়েম্বা ইউনাইটেড
২০১২-২০১৩ ওয়েলিংটন
২০১২/১৩ পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
২০১৩ সেন্ট লুসিয়া জুকস
২০১৫-২০১৬ চিটাগাং ভাইকিংস
২০১৬-বর্তমান পেশোয়ার জালমি
২০১৭[২] এসেক্স
২০১৭ স্পিন গর টাইগার্স
২০১৭-২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২০১৮-বর্তমান নঙ্গরহার লিওপার্ডস
২০১৯-বর্তমান ঢাকা প্লাটুন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি-টোয়েন্টি ১ম শ্রেণী
ম্যাচ সংখ্যা ৬০ ২০৪ ৭৭ ৯২
রানের সংখ্যা ৪,৫২৫ ৭০৭৪ ১,৭১৭ ৭,১২৫
ব্যাটিং গড় ৩৮.৬৪ ৩৫.৫২ ২৩.৮৪ ৪৪.০০
১০০/৫০ ৯/২৭ ১২/৪৮ ১/৭ ১৬/৪০
সর্বোচ্চ রান ২০৬ ১৫৮ ১০৩* ৩৩৪*
বল করেছে ৩০ ২৫২
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ১৫/– ৫৮/– ১৮/– ২৯/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো৬ মার্চ ২০২০
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তা বাংলাদেশী
দাম্পত্য সঙ্গী আয়েশা সিদ্দিকা
সন্তান ১ পুত্র ও ১ কন্যা
মাতা নুসরাত ইকবাল
পিতা ইকবাল খান
বাসস্থান ঢাকাবাংলাদেশ
শিক্ষা সানশাইন গ্রামার স্কুল
(ও লেভেল এবং এ লেভেল)
পেশা ক্রিকেটার

২০১১ সালে তামিম ইকবাল উইজেন ক্রিকেটার্স অ্যালামন্যাক এ বর্ষসেরা ৪ ক্রিকেটারের মধ্যে অন্যতম ও ২য় বাংলাদেশী হিসেবে উইজডেন এ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দল এর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থাকেন। তামিম ইকবালই একক বাংলাদেশী হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির অধিকারী।[৬] এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২০টি সেঞ্চুরির অধিকারী।

বর্তমানে তিনি টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়।[৭] তিনি ২য় বাংলাদেশী হিসেবে টেস্টে ৩০০০ রান ও ওয়ানডেতে ৫০০০ রানের রেকর্ডধারী এবং ১ম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার ২০০তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে তামিম ইকবাল প্রথম বাংলাদেশী হিসেবে ২০১৯-২০ বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্টে ইস্ট জোন টিমের হয়ে ১ম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেন।[৮]

 

শুভকামনা জানায় ড্যাশিং এই অপেনারকে এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকে।।

 

শুভকামনায় বিডিনার্সিং২৪.কম  ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102