শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

করোনায় ত্বকের প্রভাব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৮ Time View

স্টাফ রিপোর্টার:রাবিয়া আক্তার মীম

ফুলপুর,ময়মনসিংহ।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের রাজত্ব। সারাবিশ্বের মানুষই এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হওয়ার ফলে শরীরে দেখা দিচ্ছে নানা রকমের প্রভাব।

করোনায় ত্বকে যা যা প্রভাব দেখা যাচ্ছে:
স্কিন র‍্যাশ: এতে সাধারণত চুলকানি হয় না। বুকে,পিঠে কিংবা মুখমণ্ডলে বেশি হয়। তবে অনেক ক্ষেত্রে চুলকানি ও ব্যথা হয়।

পায়ের আঙুলে সমস্যা:পায়ের আঙুল লাল হয়ে যায়। ব্যথা হয় তবে চুলকানি বিরল।এই সমস্যাকে “করোনা টো” বলে।

আর্টিকেরিয়া:আমাদের দেশের সাধারণ এলার্জি বলতে বেশির ভাগ মানুষ এটাকে বুঝায়। এই রোগে অনেক বেশি চুলকানি থাকে। সাধারণত মুখে ও বুকে বেশি হয়। এটি বাচ্চাদেরক্ষেত্রে বেশি হয়।

ফোসকা ও ভেসিকল:কিছু কিছু ক্ষেত্রে হাতে ও পায়ে ফোসকা হয়। এছাড়াও বসন্ত রোগের মতো ভেসিকল হয়।

করণীয়:-

এই ধরনের লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হবে।

ত্বক ও পায়ের আঙুলের যত্ন নিতে হবে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে ও ব্যবহার করতে হবে।

সবচেয়ে বড় কথা হলো,সবসময় সচেতন থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102