👤 মোছাঃ মর্জিনা বেগম, বিডিনার্সিং২৪.কম
📅 ০৬ এপ্রিল, ২০২১ @ ১৬ঃ০০
পবিত্র রমজান (১৪৪২ হিজরী) উপলক্ষে অফিসের সময়সূচী কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (আদেশটি দেখতে ক্লিক করুন)
বিধি-৪ শাখার উপসচিব জনাব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে বলা হয় পবিত্র রমজান মাসের সেহরী ও ইফতার বিবেচনায় অফিসের সময়সূচী রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯ঃ০০ ঘটিকা হতে বেলা ৩ঃ৩০ ঘটিকা পর্যন্ত এর মধ্যে বেলা ১ঃ১৫ ঘটিকা হতে ১ঃ৩০ ঘটিকা পর্যন্ত জোহরের নামাযের বিরতি থাকবে। তবে জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব বি
ধি বিধান অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় সময় নির্ধারণ করবে।
এ আদেশ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাশিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানাও হয় ঐ প্রজ্ঞাপনে।