বিডিনার্সিং২৪ ঃ-ইসলামী ব্যাংক নার্সিং কলেজ বরিশাল এর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স এর ২য় বর্ষের শিক্ষার্থী কোর্স ফি দিতে না পারায় কু প্রস্তাব দেওয়ার ঘটনা সামনে আসায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে নার্স সমাজে।
বিভিন্ন নার্সিং সংগঠন ও সাধারণ নার্সগণ তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক সাদেক হোসেন এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ওই ছাত্রী কে সার্বিক সহযোগীতার ঘোষণা দিয়েছেন।
আজ এক ফেসবুক বার্তায় তিনি এই কথা জানান।তার বক্তব্য নিচে তুলে ধরা হলো
ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইন্সটিটিউটের এক ছাত্রী কলেজের ফি দিতে না পারায় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা কর্তৃক হয়রানির শিকার হয়েছেন। ঘটনাটি জেনে খুবই খারাপ লাগছে। মানুষরূপী ওই অমানুষ কর্মকর্তাকে ধিক্কার জানাই। তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
যে বোনটি আর্থিক সমস্যায় কলেজের ফি দিতে পারেনি প্রয়োজনে আমি তার সকল ফি পরিশোধ করতে আগ্রহী। ওই কর্মকর্তার বিরুদ্ধে সে আইনী ব্যবস্থা নিতে চাইলে তার ব্যয়ভারও আমি বহন করবো।
আমি চাই দেশের সকল নার্সিং স্টুডেন্ড ও নার্সিং কর্মকর্তারা নিরাপদে থাকুক, ভাল থাকুক। আমাদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধই পারে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে। আসুন সারাদেশের নার্সিং কর্মকর্তা ও স্টুডেন্ট মিলে ন্যাক্কারজনক এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হই।
ইসরাইল আলী সাদেক
সাধারণ সম্পাদক
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা