স্টাফ রিপোর্টার, কক্সবাজার
২২ মার্চ, ২০২১ (০৮ চৈত্র, ১৪২৭)
কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, প্রায় একহাজার ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হবে, হতাহতের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত ত্রান ও শ্বরণার্থী প্রত্যাবাসন কমিশনার জানান, আজ বিকেল ৪ টার দিকে ৮ ডব্লিউ ক্যাম্পে অগ্নিকান্ডের সূত্রপাত হয় পরে পাশের ৮ এইচ, ৯ ও ১০ নম্বর ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। হতাহত কমাতে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া, কক্সবাজার ও রামুর ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট।
সন্ধ্যা ৭ টায় শেষ খবর শেষ খবর সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং উদ্ধার কাজ চলমান আছে।
প্রতিকী ছবি