শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এ “নার্স” সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৯ Time View

স্টাফ রিপোর্টার-রাবিয়া আক্তার মিম

চাকরির বর্ণনাঃ

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এ নিন্মবর্ণিত পদে জনবল নিয়োগ করা হবে ।

২৫০ বেডের চলমান ও অগ্রসরমান হাসপাতালে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অত্যন্ত আকর্ষনীয় সুযোগ-সুবিধায় জরুরী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৫/১০/২০২০ ইং তারিখের মধ্যে সদ্য তোলা ২ কপি ছবি, পূর্ণাংগ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিন্মেবর্ণিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো ।

ব্যবস্থাপনা পরিচালক, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ, ই-১৯৭/৭, সাহেবপাড়া, সাইনবোর্ড মোড় (ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

আবেদন করার শেষ তারিখঃ ০৫/১০/২০২০ ইং । E-Mail: proactivemch@gmail.com

বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Pro-Active Medical College and hospital is one of modern hospital in Bangladesh. it locked in Narayangonj, Bangladesh. it has 250 bed and there motto is to serve mankind through providing better health care service with a caring mind and patriotism. there mission To ensure all kinds of latest and most modern health care services for all classes of people and to produce highly qualified and devoted health professionals including doctors, nurses and dental surgeons for the society.

Address:

Pro-Active Medical College Hospital Ltd

E-197/7, Mizmizi, Shahebpara, (Signboard), Siddirganj, Narayangonj.

Phone:: 02-7691333,Mobile:: 01852-839686
To get hospital information please Call:: 01902556070, 01852839686
To get Ambulance information please Call:: 01902556060, 01902556061

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102