👤স্টাফ রিপোর্টার-জাহিদ হাসান,ঢাকা🕧তারিখ-২৮.০৮.২০২০
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনীর (সি.সি.ইউ সহ ত্রিশ শয্যার কার্ডিয়াক হাসপাতাল) জন্য নিম্নোক্ত পদে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কাজের বিবরণ / দায়িত্বঃ প্রযোজ্য নয়
শিক্ষাগত যোগ্যতাঃসরকারী নার্সিং ইনস্টিটিউট/ কলেজ অথবা সরকার অনুমোদিত নার্সিংইনস্টিটিউট/ কলেজ থেকে ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
কাজের প্রয়োজনীয়তাঃ আই সি ইউ/ সি সি ইউ তে কাজ করার অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার (বয়স অনুর্ধ্ব ৩২ বছর)।
জব লোকেশনঃ ফেনি
জবের ধরনঃ ফুল টাইম
শূন্যপদঃ নির্দিষ্ট নয়
বয়সঃ সর্বাধিক 32 বছর
জব লেভেলঃ প্রবেশ স্তর
বেতনঃ ফাউন্ডেশনের নির্ধারিত বেতন-ভাতা
আবেদন নির্দেশনাবলীঃ
সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে।
১৫/০৯/২০২০ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা`ঝির দিঘীর উত্তর পাড়, ফেনী এর বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।
যোগাযোগ- ০১৮২৯ ৬১৭১১০, ০১৮৪২ ৭৪৮৮১১
আবেদনের শেষ সময়ঃ ১৫-০৯-২০২০