📝স্টাফ রিপোর্টার: আদনান ফারাবী সুমন
সিলেট:
নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, তাহমিনা সুলতানা শিমুর হত্যাকারী হিসেবে গণমাধ্যমে উঠে এসেছে তার স্বামী রুহুল আমিনের নাম। গলাটিপে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। মানবতার সেবক নার্সদের যারা গলাটিপে হত্যা করতে পারে, তাদের এ পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। আমরা শিমু হত্যার বিচার চাই। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি।