সিনিয়র রিপোর্টার-নাদিয়া রহমান,ঢাকা
পদের নামঃ
১)সহযোগী অধ্যাপক –
#রেডিওলজি
#নিউরো সার্জারী
যোগ্যতা -বিএমডিসি(BMDC)স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রিসহ বিশেষজ্ঞ রেডিওলজিস্ট। কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২) রেজিস্ট্রার চিকিৎসক –
#জেনারেল সার্জারী
#ENT
#মেডিসিন
#গাইনী
যোগ্যতা -FCPS/MD/MS/MRCP/FRCS সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা।
৩)সিনিয়র নার্স-
যোগ্যতা- নার্সিং কাউন্সিল অনুমোদিত নার্সিং এ ডিপ্লোমা, ২ বছরের অভিজ্ঞতা, আইসিইউ/সিসিইউ কাজে দক্ষ।
৪) নবীন নার্স-
যোগ্যতা – নার্সিং কাউন্সিল অনুমোদিত নার্সিং এ ডিপ্লোমা
৫)মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি)-
যোগ্যতা- স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত ডিপ্লোমা।
৬)বায়োকেমিস্ট –
যোগ্যতা-বায়োকেমিস্ট্রিতে অনার্সসহ মাস্টার্স এবং ল্যাবরেটরিতে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা।
৭)রেডিওগ্রাফার-
যোগ্যতা-স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত ডিপ্লোমা এবং রেডিওলজিতে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা।
৮) সেবিকা সহকারী-
যোগ্যতা-SSC (বিজ্ঞান)/HSC
৯)ওয়ার্ড সহকারী –
যোগ্যতা-SSC পাশ
১০)নিরাপত্তা সুপারভাইজার (মহিলা/পুরুষ )-
যোগ্যতা-SSC পাশ/আনসার/পুলিশ /সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
আবেদনে যা যা লাগবেঃ
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপিসহ আবেদনপত্র পরিচালক গণস্বাস্থ্য নগর হাসপাতাল বরাবর পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখঃ ২০ অক্টোবর, ২০২০