👤স্টাফ রিপোর্টারঃজাহিদ হাসান,ঢাকা🕛০৪ সেপ্টেম্বর২০২০
খুলনা বিশ্ববিদ্যালয়ে নার্স নিয়োগবিজ্ঞপ্তি
নার্স সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রসাশন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশী প্রার্থীদের থেকে দরখাস্ত আহবান করা হয়েছে-
পদবীঃ- নার্স
পদসংখ্যাঃ-০২(দুই)
আবেদনের শর্তাবলীঃ-
১.অত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিম্নস্বাক্ষরকারী বরাবর ১০(দশ) সেট আবেদন পত্র প্রেরণ করতে হবে।
২.খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
৩.কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ মাধ্যমে আবেদন করতে হবে।
৪.প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে,দ্বৈত নাগরিক গ্রহণযোগ্য নয়।বিদেশে স্থায়ীভাবে বসবাস ও বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও আবেদনের যোগ্য হবেন না।
৫.প্রতি সেট আবেদনের সাথে নিম্নউল্লেখিত কাগজপত্র অবশ্যই দাখিল করতে হবেঃ-
-সকল শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি।
-নাগরিকত্ব সনদ,জাতীয় পরিচয় পত্র,কম্পিউটার সনদের সত্যায়িত কপি।
-সদ্য তোলা পাসপোর্টে সাইজের ছবি(প্রতি সেটে ০১ কপি)
-যেকোনো একসেট আবেদনপত্রের সংগে অগ্রণী ব্যাংক,খুলনা বিশ্ববিদ্যালয় শাখার উপর,রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা এর অনুকুলে ৬০০(ছয়শত)টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে অর্ডার জমা দিতে হবে।
৬.সকল পদের প্রয়োজনীয় নিয়মাবলি আবেদন পত্রের জন্যে নির্ধারিত ফরম খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ku.ac.bd/career) থেকে সংগ্রহ করতে হবে।
৭.সহকারী প্রকৌশলী পদে (নবম গ্রেডে)জারীকৃত বিজ্ঞপ্তি মোতাবেক (স্মারক নং খুবি/প্রশা/৫-নি-১৯/৯১-৯৫১:১৪-০৯-২০১৯ খ্রি:)যারা আবেদন করেছেন পুনরায় আবেদন এর প্রয়োজন নাই।
৮.আবেদন পত্র আগামী ০৬.০৯.২০২০ থেকে ০১-১০-২০২০ তারিখ বিকাল ৫ টার মধ্যে ডাকযোগ এ (অফিস চলাকালীন) নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে পাঠাতে হবে।অত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রার্থী ব্যতীত অন্য কারো আবেদন সরাসরি গ্রহণযোগ্য নয়।
৯.নিয়োগ সংক্রান্ত কর্তৃপকক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বকে গণ্য হবে।
১০.অনুমোদিত পদ থাকা সাপেক্ষে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি পেতে পারে।
১১.লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না