নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ২৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফারি নিয়োগ উপলক্ষ্যে চাকরি বিষয়ক সেমিনার ও বিশেষ ক্লাসের আয়োজন করেছে গার্ডিয়ান নার্সিং নিয়োগ কোচিং।
১৩ ফেব্রুয়ারী বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত গার্ডিয়ান নিয়োগ কোচিং প্রধান কার্যালয় নীলক্ষেতে এ কার্যক্রম চলবে। সেমিনারটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন গার্ডিয়ান কর্তৃপক্ষ। এর আগে ১২ ফেব্রুয়ারি ফার্মগেট শাখায় নিয়োগ কোচিংয়ের ক্লাস শুরু হয়েছে।
১৪ই ফেব্রুয়ারী থেকে অফলাইনে নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগ কোচিংয়ের ব্যাচ শুরু করতে যাচ্ছে গার্ডিয়ান নার্সিং নিয়োগ কোচিং। সেমিনারের দিন ভর্তি হলে প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ ছাড়ের ব্যাবস্থা রাখা হয়েছে। কোচিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্ণ মেয়াদি কোর্সে মোট ৭০ টি ক্লাস নেয়া হবে। এছাড়াও প্রতি ক্লাস ক্লাস টেস্ট ও ২০ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেয়া হবে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা কোর্স প্লান করা হয়েছে। প্রতি ক্লাসে লেকচারশীট ও সাজেশন প্রদান করা হবে। প্রতিটি বিষয়ে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা ক্লাস নেয়া হবে। নার্সিং ও মিডওয়াইফারি টেকনিক্যাল ক্লাস পরিচালনা করবেন বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সগন।
গার্ডিয়ান নার্সিং কোচিংয়ের চেয়ারম্যান সাব্বির মাহমুদ তিহান বলেন, সরকার দেশের নার্স সংকট পূরণে অধিক সংখ্যক নার্স নিয়োগ প্রদানে বদ্ধপরিকর। তাই সরকারি নার্স নিয়োগে চাকরি প্রার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান নার্সিং কোচিং। তিনি আরও বলেন দক্ষ শিক্ষক, সমৃদ্ধ লেকচার শিট একজন চাকরি প্রত্যাশীর ফলাফল পরিবর্তন করে দিতে পারে। তিনি বলেন, বিগত সালের ন্যায় এই নিয়োগেও গার্ডিয়ানের শতভাগ সফলতা থাকবে।
উল্লেখ্য গার্ডিয়ান বাংলাদেশের একমাত্র নার্স ও মিডওয়াইফারি ভর্তি পরিক্ষা এবং নিয়োগ কোচিং দীর্ঘ ৭ বছর যাবৎ সফলতার সাথে পরিচালনা করে আসছে । বিগত বছরগুলোতে ১৩০০০+ নার্স ও মিডওয়াইফ এখান থেকে সরকারি চাকরি পেয়েছে।
নীলক্ষেত শাখায় ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগঃ ৪র্থ তলা, যশোর সমিতি ভবন, গাউসুল আজম মার্কেট, নীলক্ষেত, ঢাকা। ফোনঃ ০১৬৮২৯৫৫৬৬৪, ০১৭২২১৭৭০৭১।
ফার্মগেট শাখাঃ আর এইচ হোম সেন্টার, ফার্মগেট, ঢাকা।