শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

রামেকহাতে “অরুণ প্রাতের তরুণ নার্স” এর উদ্যোগে মাসব্যাপি ইফতার বিতরন কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৬৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের কর্তৃক পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন “অরুণ প্রাতের তরুণ নার্স” সংগঠনের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চালু করেছে। প্রতিদিন শতাধিক দুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে এই সেচ্ছাসেবী সংগঠনটি।

২০২০ সালে সংগঠন টি যাত্রা শুরু করে হাসপাতালে আগত গরীব, দুস্থ ও অসহায় রোগীদের কল্যানে নানাবিধ সেবামূলক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে অন্যতম কাজগুলো হচ্ছে অভিভাবক হীন রোগীদের চিকিৎসা ব্যায় সহ সার্বিক বিষয় দেখভাল করা, বিশেষ দিবস গুলিতে রোগী ও তাদের স্বজনদের মাঝে উন্নত মানের খাবার বিতরন অন্যতম। সংগঠনটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তা, রংপুর নার্সিং কলেজের সন্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাসিক ও এককালীন অনুদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

সংগঠনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ মিজানুর রহমান কামাল এবং সমন্বয়কারী হিসেবে কাজ করছেন মোঃ মিজানুর রহমান মানিক মোঃ সাহিদুর রহমান সাজু, আবির হোসাইন, মশিউর রহমান, মনিরুজ্জামান মনির, মোস্তফা হাবিব সানি, কামরুজ্জামান রানা, ইমরান হোসেন, শাহজালাল, ফরহাদ হোসাইন, রোবায়েদ আহমেদ, শাহীনুর রহমান, মাসুদ রানা, বোরহান উদ্দিন প্রমুখ।

সংগঠনটির প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান কামাল বলেন, সংগঠনটি বিভিন্ন সময় অসহায় ও দুস্থ রোগীদের সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর মাসব্যাপি ইফতার বিতরন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সমাজের বিত্তবান শ্রেণির মানুষের কাছে বিত্তহীনদের জন্য সামান্য সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102