শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রান হারালেন নার্সিং কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৮৬৮ Time View

নিজস্ব সংবাদদাতা: পাবনা ঈশ্বরদীতে সহকর্মীর স্ত্রীকে সন্তান প্রসবে সহায়তা করতে হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নার্স। গুরুতর আহত হয়েছেন সহকর্মী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বিমানবন্দর সড়কের ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।

নিহত রোজিনা আক্তার রোজী (৩৭) সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের আফজাল মালিথার মেয়ে ও শহরের আলো জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স।

এ ঘটনায় একই হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলো জেনারেল হাসপাতালের ম্যানেজার সুমন আলী বলেন, স্ত্রীর প্রসববেদনা ওঠায় হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেন মোটরসাইকেল নিয়ে নার্স রোজিনাকে আনতে আড়ামবাড়িয়ায় যান ।

“সেখান থেকে হাসপাতালে আসার পথে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্লস স্কুল মোড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই রোজিনা মারা যান ও গুরুতর আহত হন সোলাইমান।”

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা খানম জানান, রোজিনা আক্তারকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আর গুরুতর আহত সোলাইমান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102