শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

নার্সিং ও মিডওয়াইফারি সেবা ও শিক্ষার সর্বোত্তম মান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৫২৩ Time View

নিজস্ব সংবাদদাতা:

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে গত ১৫ এপ্রিল (শনিবার) ময়মনসিংহ নার্সিং কলেজে অনুষ্ঠিত হলো সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার ও সুশাসন বিষয়ে অংশিজনের সমন্বয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এনডিসি (অতিরিক্ত সচিব)। সভায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রতিশ্রুত সেবা, হাসপাতালে নার্স ও মিডওয়াইফগণের সেবা প্রদান ও সেবা গ্রহিতাদের সন্তুষ্টি, নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান পদ্ধতি , নার্সিং ও মিডওয়াইফারি সেবা ও শিক্ষার সর্বোত্তম মান নিশ্চিত এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের বিষয়ে বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারগণ মতামত ব্যক্ত করেন।

 

সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফেরদৌস, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো: নাসির উদ্দিন, পরিচালক (শিক্ষা) মো: রশিদুল মান্নাফ কবীর, পরিচালক (অর্থ ও বাজেট) ডা. স্বপন কুমার মন্ডল, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন অংশগ্রহণ করেন। এছাড়া, সভায় অন্যান্য স্টেকহোল্ডারগণের মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সংবাদমাধ্যমের প্রতিনিধি, রোগী ও রোগীর স্বজন, হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফ এবং ময়মনসিংহ নার্সিং কলজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর ময়মনসিংহ নার্সিং কলেজে আয়োজিত সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও তথ্য অধিকার বিষয়ে তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় সারা দেশ থেকে ৭০ টি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। পরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং নার্সদের সেবা সম্পর্কে রোগীদের কাছ থেকে মতামত গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102