শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

ইউনিভার্সেল নার্সিং কলেজের ছাত্রী স্বর্ণার পাশে বিএনএ ওসমানী শাখা।

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৮ Time View
নিউজ ডেস্ক: ঢাকার মহাখালিস্থ ইউনিভার্সেল নার্সিং কলেজের বিএসসি’র ছাত্রী স্বর্ণা আক্তার। আর্থিক অনটনের কারণে পড়ালেখা প্রায় বন্ধ হতে যাচ্ছিল। শিক্ষাজীবনে যখন অন্ধকার নেমে এসেছিল তখন তার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ। গেল বছরের ৮ নভেম্বর বকেয়া টিউশন ফি পরিশোধের জন্য স্বর্ণার হাতে বিএনএ ওসমানী শাখার নেতৃবৃন্দ তুলে দিয়েছিলেন ৫০ হাজার টাকা। সেই স্বর্ণার পাশে আবারও দাঁড়িয়েছে বিএনএ। তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ালেখা চালিয়ে যেতে বৃহস্পতিবার বিএনএ ওসমানী হাসপাতাল শাখার পক্ষ থেকে স্বর্ণার হাতে তুলে দেওয়া হয়েছে আরও এক লাখ টাকা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় ঢাকা ইউনিভার্সেল নার্সিং কলেজ কার্যালয়ে স্বর্ণার হাতে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিএনএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেক, সহ সভাপতি (সিলেট বিভাগ) শামীমা নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট মহানগর) তৃষ্ণা তেরেজা ডি কস্তা, নার্সিং কর্মকর্তা ভ্রান্তি বালা দেবী, মোছা. নাছরিন আক্তার, সুমন চন্দ্র দেব, আছমা আক্তার খানম, রেখা রানী, দিলারা আক্তার ও রাহিমা সুলতানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102