তিলক বালা, ঢাকা: স্বাস্থ্য বিভাগের লোক পরিচয়ে ক’রো’নার ভ্যা’কসিন দেয়ার কথা বলে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে জো’রপূ’র্বক উঠিয়ে নিচ্ছিলো চার অ’জ্ঞা’ত পরিচয়ের ব্যাক্তি। এ
সময় ওই কিশোরীর চাচা এগিয়ে গিয়ে ভাতিজিকে রক্ষা করতে গেলে তাকেও অ’স্ত্রের মুখে এ্যাম্বুলেন্সে তুলে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
আশপাশের লোকজন ও এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগেই ফিল্মি কায়দায় চাচা-ভাতিজিকে অ’পহ’র’ণ করে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আটটার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর এলাকার আড়াইবাড়িয়া গ্রামে এ চা’ঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
খবর পেয়ে হোসেনপুর ‘থা’না পু’লিশসহ জেলা পু’লি’শ ওই অ’প’হর’ণকা’রী চক্রের অ্যাম্বুল্যান্সটি আ’ট’ক করতে মাঠে নামে। কিন্তু অ্যাম্বুলেন্সটি আ’ট’ক করে অ’পহৃ’তদের উদ্ধার এবং অ’প’হ’রণ’কা’রী চক্রের লোকজনকে আ’ট’ক করতে ব্যর্থ হয় তারা। তবে
ওই ছাত্রীর ‘চাচা’র সঙ্গে থাকা মো’বা’ই’লের সূত্র ধরে তথ্য প্রযুক্তির আশ্রয় নিয়ে রাত ১০টার দিকে ভৈরবে টাওয়ার লোকেশন পায়। আর এ সূত্র ধরে পু’লি’শি অনুসন্ধান
অব্যাহত থাকা অবস্থায় গতকাল শুক্রবারে বিকাল ৪টার দিকে ওই অ’পহৃত শিক্ষার্থী ও তার চাচা মুক্তি পেয়ে বাড়িতে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে।
এসময় তারা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো এক নির্জন ঘরের ভেতর আঁ’টকে রেখে মুক্তিপণের জন্য তাদের নি’র্যা’ত’ন করা হয়। পরে মুক্তিপণ পাওয়া যাবে না ভেবে
তাদের আজ শুক্রবার দুপুরে মুক্তি দেয় অ’পহ’র’ণকারী দল। মুক্তি পেয়ে পু’লিশের সহযোগিতা নিয়ে তারা বিকেল ৪টার দিকে বাড়ি ফেরে।
অ’পহৃ’ত’রা হলো- আড়াইবাড়িয়া গ্রামের রিকশা শ্রমিক ইসলামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রিয়াকে (১২) এবং তার চাচা মফিজ উদ্দিন (৪৫)।
অপহৃত কিশোরীর দাদা এবং মফিজের বাবা জানান, এঘটনার পর তারা পু’লি’শকে জানিয়ে নিজেরাও বিভিন্ন স্থানে খোঁ’জা’খুঁ’জি করছিলেন।
বাদল মিয়া নামে গ্রামের এক প্রতিবেশী জানান, তার ধারনা ধনী পরিবারের কাউকে অ’প’হর’ণ করতে এসে হয়তো অ’প’হ’রণকা’রী ভুলক্রমে ওই দরিদ্র পরিবারের কিশোরী কন্যা ও তার চা’চাকে অ’পহ’রণ করে ফেলে। শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরেই হয়তো তাদের মুক্তি দেওয়া হয়।
এ ব্যাপারে কথা হলে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত ‘পু’লি’শ সুপার মো. সোনাহর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তি পাওয়া অপ’হৃতদের থা’না হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করে অ’পহ’রণের রহস্য উদঘাটন এবং ঘটনায় জ’ড়ি’তদের গ্রে’প্তারের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।