গত ১৮ই আগস্ট প্রসব পরবর্তী জটিলতায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এর আগে ২০১৭ সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হবার কয়েকমাস পরেই নার্স আয়শার ব্রেস্ট ক্যান্সার ধরা পরে। পরবর্তীতে চিকিৎসায় সুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি সন্তার নেয়ার পরিকল্পনা করেন।
তিনি ফরিদপুর নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সম্পন্ন করেন এবং ২০১৬ সালে সিনিয়র স্টাফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নার্সেস সংগঠনগুলো। এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ। এছাড়াও শোকবার্তা দিয়েছে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী শাখা ও সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস সহ অন্যান্য সংগঠনগুলো।