👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
⏱️২৬ আগস্ট ২০২০
শিশু বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্যা চিল্ড্রেন জানিয়েছে, বাংলাদেশ রোহিঙ্গা শিবিরে গত তিন বছরে জন্মগ্রহণ করেছে ৭৫ হাজার ৯৭১ জন শিশু। যা মোট রোহিঙ্গা জনসংখ্যার প্রায় ৯ শতাংশ।
সেভ দ্যা চিল্ড্রেন আরও জানায়, গত ৩১ মে পর্যন্ত কক্সবাজার শরনার্থী শিবির গুলোতে তিন বছরের কম শিশু গুলো মূলত মায়েরা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ আসার পরই জন্মগ্রহণ করেছে।
সংস্থাটি জানায়, কয়েক বছরে প্রায় ১ লাখ ৮ হাজার ৩৭ শিশু বন্ধি অবস্থা মিয়ানমার ও বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং শিশুরা প্রতিকূল অবস্থায় বেড়ে উঠছে। তারা যথাযথ শিক্ষা,স্বাস্থ্যসেবা ও চলাফেরার স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে।
সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশ শাখার পরিচালক অনো ভান মানেন বলেন, গত তিন বছরে কক্সবাজারের শরণার্থী শিবিরে ৭৫ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে। তিনি বলেন, ‘একটি সন্তানের জন্ম একটি আনন্দদায়ক উপলক্ষ, তবে এই শিশুগুলো দুর্ভাগ্যের শিকার,তারা এমন একটি পরিবারে জন্মগ্রহণ করছে যারা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
উল্লেখ্য, বাংলাদেশে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। সর্বশেষ ২০১৭ সালে আগস্ট মাসে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে গণহত্যা শুরু করলে সাত লাখ ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কিন্তু বাংলাদেশের প্রস্তুতি সত্ত্বেও গত কয়েক বছর চেষ্টা করেও এখনো কোনো রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসন সম্ভব হয়নি।