বিডিনার্সিং২৪ -ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ নম্বর ওয়ার্ডে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মোঃফজলুল হক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। আজ সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (ঢামেক’হার)সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান জুয়েল শোকপ্রকাশ করে তিনি বলেন, আমাদের সবার প্রিয় সহকর্মী, ঢামেকহা’র ১০০ নং ওয়ার্ডে কর্মরত এসএসএন, মোঃ ফজলুল হক ভাই এইমাত্র জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
আমরা ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এছাড়াও বিভিন্ন নার্সিং সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।