📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন
📃 ১২ নভেম্বর, ২০২০
পাবনা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী শিলা খাতুনের জন্য উপহার সামগ্রি পাঠিয়েছেন বিএনএ সিলেট ওসমানী শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। আজ ১২ নভেম্বর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশনের মাধ্যমে তিনি এই উপহার সামগ্রী শীলার পরিবারের কাছে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিজিজিএসএনএ সভাপতি ইমরানুল হক হিমেল, রুমান হেসেন সহ শিলার পরিবারের সদস্যরা। এসময় ইসরাইল আলী সাদেকের সাথে শিলার মায়ের টেলিফোনে কথা হয়। তখন শিলার খোজখবর ও তাকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন নার্স নেতা সাদেক।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর হোস্টেলের বারান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন শিলা। তারপর থেকে শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয় শিলাকে। এর আগে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং কাউন্সিলের প্রতিনিধি (ডেপুটি রেজিষ্ট্রার), এসএনএসআর ও বিডিনার্সিং২৪ এর প্রতিনিধি শিলার খোজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলো।