👤স্টাফ রিপোর্টারঃ নয়ন হালদার
🕛০২-০৯-২০২০
মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক,এমপি’র সাথে দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত লি জ্যাং কিয়ানের বৈঠকের কিছু খন্ডচিত্র।
বৈঠকে মান্যবর কোরিয়া রাষ্ট্রদূত জানালো তাঁদের দেশে নতুন করে আবারো করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।এই সংকট সময়েও বাংলাদেশের সাথে তাঁদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমাদের দেশে আরো প্রায় ৮ লক্ষ করোনা টেস্টিং কিটস উপহার হিসেবে প্রেরণ করার যে মহৎ উদ্যোগ নিয়েছে আমরা তাকে স্বাধুবাদ জানাই।
বর্তমানে দক্ষিন কোরিয়ায় আমাদের দেশের অনেক মানুষ ব্যবসা-বানিজ্য,চাকরিসহ নানাকাজে বসবাস করছেন।আশা করছি আমাদের এই বন্ধুত্বপূর্ণ বন্ধন প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদেরকে আরো অনুপ্রাণিত করবে।
এই দুঃসময়ে পাশে থাকার জন্য দক্ষিন কোরিয়া সরকার ও সকল কোরিয়ানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।