স্টাফ রিপোর্টার:রাবিয়া আক্তার মীম
ফুলপুর,ময়মনসিংহ।
করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন বিপন্ন না হয়, সে জন্য স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস(এআইএস) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ডিফেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ডা.মো.আনোয়ার হোসেন জানিয়েছেন:-যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে।
যেসব বিভাগের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে,ডিফেন্স পরীক্ষা,থিসিস প্রেজেন্টেশন বা দুই -একটি পরীক্ষা বা রিটেন পরীক্ষা বাকি আছে ওই পরীক্ষা গুলি নেওয়ার অনুমোদন দেওয়া হবে।
গত ১৫-১৬ সেপ্টম্বর যবিপ্রবির এআইএস বিভাগে দুইদিন ব্যাপী এই ডিফেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়।করোনার অতিমারীর মধ্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে ডিফেন্স মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য এআইএস বিভাগকে ধন্যবাদ জানান যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডা.মো.আনোয়ার হোসেন।
তিনি বলেন:-যে সকল বিভাগের পরীক্ষা বাকি আছে তারা যদি স্ব-স্ব বিভাগে আবেদন করে,তাহলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মানার শর্তে তাদের পরীক্ষা নেওয়ার অনুমোদন দেওয়া হবে। করোনা মহামারীর কালেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আবার গতিশীল হতে শুরু করেছে।