👤স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, ঢাকা
🕑 ০১-০৯-২০২০
লকডাউন তুলে দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করে দিলে নেমে আসতে পারে বিপর্যয়। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনই সতর্ক ভার্তা দিয়েছে বিশ্ব সাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন, তাড়াহুড়ো করে জীবনযাত্রা স্বাভাবিক করে দেওয়ার সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে। শুধুমাত্র যে সকল দেশ ভাইরাসটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে কেবল তারাই জীবনযাত্রা স্বাভাবিক করার ব্যাপারে ভাবতে পারে।
তিনি আরও বলেন, যারা সবকিছু স্বাভাবিক করে দিতে চাচ্ছে তাদেরকে প্রথমে সংক্রমণ কমানোর দিকে জোড় দিতে হবে।
সম্প্রতি পুরো ইউরোপ জুড়ে সংক্রমণ কম হওয়ায় ইউরোপের অনেক দেশই তাদের লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছে। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশও একই প্রক্রিয়ায় হাটছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত ২ কোটি ৫৬ লাখ ২২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৫৪ হাজারের বেশি