জাহিদ হাসান: স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও জননন্দিত নার্স নেতা ইকবাল হোসেন সবুজের ৩৯ তম জন্মবার্ষিকী আজ।
১৯৮১ সালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন এই নার্স নেতা। ২০০২ সালে ততকালীন বরিশাল নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং ও অর্থোপেডিক্স কোর্স সম্পন্ন করেন এই নার্স নেতা।
ছাত্র জীবন থেকেই নার্সদের স্বার্থ রক্ষায় ঝাপিয়ে পড়েছেন ইকবাল হোসেন সবুজ। পরবর্তীতে বিভিন্ন সময় নার্সিং সেক্টরের সকট সমাধানে এগিয়ে এসেছেন সবার আগে। নার্স নিয়োগ জটিলতা, বকেয়া সিলেকশন আদায় কমিটির উপদেষ্টা হিসেবে অগ্রনী ভূমিকা পালন করেছেন এই নার্স নেতা। ততৎকালীন ডিপ্লোমা বেকার নার্সদের সকল দাবী বাস্তবায়নে কাজ করেছেন নিরলসভাবে।
সরকার দলীয় সংগঠন স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আস্থাভাজন হয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ে। সর্বশেষ কারিগরি নার্সিং জটিলতা নিরসনে সরকারের বিভিন্ন মহলে চাপ প্রয়োগ করেন এই নেতা। কারিগরি সমস্যা নিরসনে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। ২০১১ সালে বাংলাদেশের প্রথম নার্স হিসেবে বোনস মেরু ট্রান্সপ্লান্টেশনের উপর উচ্চতর প্রশিক্ষন নেন।
জননন্দিত এই নার্স নেতার জন্মদিনে বিডি নার্সিং২৪ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
নার্স নেতা ইকবাল হোসেন সবুজের জন্মদিনে বিডিনার্সিং২৪ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।