📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন।
🕗 ২১ নভেম্বর, ২০২০
স্বানাপ মহাসচিব ইকবাল হোসেন সবুজের ৩৯ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে দেশের বিভিন্ন পর্যায়ের নার্স নেতারা। গতকাল রাতে রাজধানীর জনসন রোডে স্টার কাবাব পার্টি সেন্টারে জন্মদিন উপলক্ষে এক মিলনমেলার অয়োজন করা হয়।
এসময় জন্মদিনের কেক কাটা সহ নৈশভোজের আয়োজন করা হয়। জন্মদিনে শুভেচ্ছা জানান বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাটোয়ারী, বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি নাসিমুল হক ইমরান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু। সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর সভাপতি মাহমুদ হোসেন তমাল ও সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান। বিবিজিএনএস এর সাবেক নেতৃবৃন্দ। স্বানাপ ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, স্বানাপ ঢামেকহার সভাপতি মুন্নি আক্তার সহ স্বানাপের বিভিন্ন হাসপাতালের নেতৃবৃন্দ। নর্থ বেঙ্গল নার্সেস এসোসিয়েশন, নরসিংদী নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নার্স নেতা খাদেমুল ইসলাম, সঞ্জীব মল্লিক সহ স্টুডেন্ট প্রতিনিধির নেতৃবৃন্দ হিমেল, রুমান, বাধন প্রমূখ।
১৯৮১ সালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন এই নার্স নেতা। ২০০২ সালে ততকালীন বরিশাল নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং ও অর্থোপেডিক্স কোর্স সম্পন্ন করেন এই নার্স নেতা। এরপর ২০০৭/৮ সেশনে বিএসসি ইন নার্সিং সাইন্স সম্পন্ন করেন।
ছাত্র জীবন থেকেই নার্সদের স্বার্থ রক্ষায় ঝাপিয়ে পড়েছেন ইকবাল হোসেন সবুজ। পরবর্তীতে বিভিন্ন সময় নার্সিং সেক্টরের সকট সমাধানে এগিয়ে এসেছেন সবার আগে। নার্স নিয়োগ জটিলতা, বকেয়া সিলেকশন আদায় কমিটির উপদেষ্টা হিসেবে অগ্রনী ভূমিকা পালন করেছেন এই নার্স নেতা। ততৎকালীন ডিপ্লোমা বেকার নার্সদের সকল দাবী বাস্তবায়নে কাজ করেছেন নিরলসভাবে।
সরকার দলীয় সংগঠন স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আস্থাভাজন হয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ে। সর্বশেষ কারিগরি নার্সিং জটিলতা নিরসনে সরকারের বিভিন্ন মহলে চাপ প্রয়োগ করেন এই নেতা। কারিগরি সমস্যা নিরসনে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। ২০১১/১২ সালে আমেরিকার বোস্টন মেসাসুয়েটস জেনারেল হাসপাতালে বাংলাদেশের প্রথম নার্স হিসেবে বোনস মেরু ট্রান্সপ্লান্টেশনের উপর উচ্চতর প্রশিক্ষন নেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোন মেরু ট্রান্সপ্লান্ট বিভাগে কর্মরত আছেন।