বিডিনার্সিং২৪ -বাংলাদেশে প্রাইভেট নার্সিং কলেজসমূহের ছাত্র সংগঠন সোসাইটি অব বাংলাদেশ গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস (এসবিজিএসএন) এর ৫ম কার্য নির্বাহী কমিটির আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
আজ ২৭ নভেম্বর আজিমপুরে এসবিজিএসএন এর কার্যালয়ে প্রাইভেট নার্সিং কলেজসমূহের ছাত্র-ছাত্রীদের কন্ঠভোটে মাহবুব হাসান রিফাতকে সভাপতি, গোলাম রাসেলকে সাধারণ সম্পাদক ও মাহমুদুল হাসানকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
৪র্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি পার্থ ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ১ম কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪র্থ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাজল উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মাহবুব হাসান রিফাত বিডিনার্সিং২৪ কে বলেন, খুব শীঘ্রই দেশব্যাপী প্রাইভেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক বিডিনার্সিং২৪ কে বলেন, নার্সিং শিক্ষার্থীদের অধিকার আদায়ে পূর্বের মত কাজ করবে নতুন কমিটি। নার্সিং পেশার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
উল্লেখ্য ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় এসবিজিএসএন। প্রাইভেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ে শুরু থেকেই কাজ করে আসছে এই ছাত্র সংগঠনটি।