বিডিনার্সিং২৪ – সুনামগঞ্জ সদর হাসপাতালে বখাটের ছুরিকাঘাতে এক সিনিয়র স্টাফ নার্স গুরুতর আহত হবার ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমত আরা পারভীন।
এক বিবৃতিতে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় কর্মরতনার্সদের উপর হামলা চরম ন্যাক্কারজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনারসুষ্ঠু বিচারের দাবী জানান তিনি। ইতিমধ্যে স্থানীয় সিভিল সার্জনের সাথে কথা বলেছেন তিনি।