📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন
🕦 ১১ জানুয়ারী, ২০২১
সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরীকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
রোববার বেলা ১টায় হাসপাতালের সেমিনার কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আক্তার, উপ সেবা তত্ত্বাবধায়ক রিনা আক্তার।
বিদায়ী অতিথির বক্তব্য রাখেন সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরী। বিদায় অনুষ্ঠানে তাকে ফুলও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নার্সিং ইন্সট্রাক্টর শাহিনা বেগম, রমা রানী পোদ্দার, রিতা রানী চক্রবর্তী ও রোকেয়া বেগম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. ইউসূফ, সাংগঠনিক সম্পাদক মো. অরবিন্দু চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ নিলুফার ইয়াসমিন, দপ্তর সম্পাদক মো. ইমরান আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সমির চন্দ্র দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. একরামুল হক, কার্যকরী সদস্য মো. আওলাদ হোসেন মাসুম, শাওন দেবনাথ, মো. সাব্বীর আহমদ তফাদার, মো. সাজ্জাদ হোসেন, পাপ্পু চন্দ্র চন্দ, মো. মোস্তাক, জাফর ইকবাল, এম এন চৌধুরী শান্ত প্রমুখ।