নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০.
সিনোভ্যাক টিকার তৃতীয় ধাপের ট্রায়ালের ফল আশাব্যাঞ্জক
চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের ট্রায়াল ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলের সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও দোরিয়া বুধবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছেন এই ট্রায়ালে আশাব্যাঞ্জক ফল পাওয়া গেছে। খবর আল জাজিরার।
আশা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই টিকা সহজলভ্য হবে এবং বাজারে পাওয়া যাবে। জোয়াও জানিয়েছেন এই ট্রায়ালে দেখা গেছে সিনোভ্যাকের টিকাটি বয়স্কদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করার ক্ষেত্রে ৯৮ ভাগ সফল। তৃতীয় ধাপের এই ট্রায়ালে ৯ হাজার ব্রাজিলিয়ান অংশ নিয়েছেন।
মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দেশের তালিকায় তৃতীয় স্থানে আছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে ৪২ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৫৩৯ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৮১৬ জন। মারা গেছে ১ হাজার ৭৫ জন।
সূত্রঃ আল জাজিরা