চাঁদপুর প্রতিনিধি – মরিয়ম আক্তার।।
০৯.০৯.২০২০
বিশ্বের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন বেশ কিছু অ্যাপল বিক্রয়কেন্দ্র রয়েছে। এবার সে তালিকায় যোগ হতে যাচ্ছে সিঙ্গাপুরের মারিনা বে। সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে ওই স্থানে যাত্রা শুরু করবে ‘ভাসমান’ অ্যাপল স্টোর।
সিঙ্গাপুরের ভাসমান অ্যাপল স্টোরটি মূলত দেশটিতে অ্যাপলের তৃতীয় বিক্রয়কেন্দ্র। তবে, এবারই প্রথমবারের মতো ভাসমান কোনো বিক্রয়কেন্দ্র বানালো অ্যাপল। এনগ্যাজেট উল্লেখ করেছে, গোলক আকৃতির বিক্রয়কেন্দ্রটি থেকে ৩৬০-ডিগ্রিতে শহর দেখতে পাবেন দর্শনার্থীরা।
একদম প্রাকৃতিক আলোতে ঝলমলে থাকবে বিক্রয়কেন্দ্রটি। স্টোরটির স্ব-সমর্থিত কাঁচের গম্বুজ সদৃশ কাঠামোটি ১১৪টি কাঁচের টুকরোর সন্নিবেশে তৈরি এবং ১০টি লম্বালম্বি সরু গরাদের মাধ্যমে যুক্ত থাকবে। বিক্রয়কেন্দ্রটির কাঁচের প্যানেল দিনে যেমন প্রাকৃতিক আলো প্রবেশ করতে দেবে, ঠিক সেভাবে রাতেও আলো প্রতিফলিত করবে।
এনগ্যাজেট জানিয়েছে, মারিনা বে বিক্রয়কেন্দ্রেই প্রথমবারের মতো পানির নিচে ‘বোর্ডরুম’ তৈরি করেছে অ্যাপল।
মহামারীর এ সময়ে বিক্রয়কেন্দ্রে আগত দর্শনার্থীরা যাতে সতর্কতা অবলম্বন করতে পারেন, বর্তমানে সে ব্যবস্থা করছে অ্যাপল। উদ্বোধনের দিনে বিক্রয়কেন্দ্রে যেতে চাইলে অনলাইনে আগেভাগে জানিয়ে দিতে হবে আগ্রহীদেরকে। এ জন্য ইভেন্টের সঙ্গে বিশেষ ওয়েবসাইট লিংকও জুড়ে রেখেছে প্রতিষ্ঠানটি।