সল্প মূল্যে ডায়ালাইসিস শুরু বরিশাল ও নোয়াখালীতে
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার📝তারিফ হাসান:
বরিশাল শেরে বাংলা মেডিকেল ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চালু হয়েছে আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট। নামমাত্র মূল্যে সেবা পেয়ে খুশি রোগি ও স্বজনরা। কিডনি রোগিদের জন্য শয্যা সংখা আরো বাড়ানোর দাবি তাদের।
প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় পরে, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে শুরু হয়েছে ডায়ালাইসিস কার্যক্রম। একজন রোগী ২০ হাজার টাকায় ৬ মাসের প্যাকেজে প্রতি সপ্তাহে ২টি করে ৪৮টি ডায়ালাইসিসের সুবিধা পাবে। বর্র্তমানে চারদিন হলেও, সপ্তাহের সাত দিনই ডায়ালাইসিস করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
এবছরের ২৩ জানুয়ারি ১০টি জাপানি ডায়ালাইসিস মেশিন, ৫টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, অটোমেটিক ডাইলাইজার রিফ্রেসর মেশিন ও ১০টি ডায়ালাইসিস বেড সংযোজন করা হয়। সেবা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা।
সীমিত আকারে চালু হলেও পর্যায়ক্রমে কিডনি রোগীদের পরিপূর্ণ চিকিৎসা সেবা দেয়ার পরিকল্পনার কথা জানালেন নেফ্রোলজি বিভাগের প্রধান।
এদিকে, নোয়াখালী জেনারেল হাসপাতালে সংযোজিত কিডনি ডায়ালাইসিস ইউনিটেও নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা চলছে। তবে, বেড ও যন্ত্রপাতির স্বল্পতার কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই।
চিকিৎসকরা জানান, রোগির চাপ থাকায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।