বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারির মধ্যে খুলে দিতে আইনি নোটিশ ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১২৪০ Time View

📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন

🕦 ১১ জানুয়ারি, ২০২১

 

আগামী ১৬ জানুয়ারি থেকে সারাদেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল কাইয়ুমের পক্ষে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এ নোটিশ পাঠিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশের বরাত দিয়ে আইনজীবী দ্য ডেইলি স্টারকে বলেন, চলমান কোভিড-১৯ মহামারির ফলে গত বছর মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত ১১ বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। এতে, শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী আরও বলেন, ১৬ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার চালু না করা হলে এ বিষয়ে প্রয়োজনীয় আদেশের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102