ডেস্ক রিপোর্ট:-নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের এই যুগে ভুলক্রমে আসা ৫,৪৩,৯৫৭ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের. লালপুর উপজেলার হানিফ হোসাইন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, হানিফ হোসাইনের মায়ের রুপালী ব্যাংক একাউন্টে ভুলক্রমে চলে আসা ৫,৪৩,৯৫৭ টাকা ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।
হানিফ হোসাইন জানান, গত ২৬ আগস্ট হঠাৎ করেই তার মায়ের রুপালী ব্যাংকের একাউন্টে ৫,৪৩,৯৫৭ টাকা চলে এসেছিল। তারপর সে ব্যাংকে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানান টাকাটা তার নয়, হয় তো ভুলক্রমে কেউ পাঠিয়ে দিয়েছেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে উক্ত মালিক বরাবর টাকা হস্তান্তর করেন তিনি।
তিনি বলেন, যার টাকা তার নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি আমার নৈতিক দায়িত্ব পালন করতে পেরেছি। এতেই আমার বিবেক শান্তি পাচ্ছে। এসময় তিনি যেন ভাল একজন মানুষ হতে পারেন সবার কাছে এই দোয়া চেয়েছেন মানবিকতার উজ্জল মুখ হানিফ হোসাইন।
জাহিদ হাসান/বিডিনার্সিং২৪