শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

সড়ক দূর্ঘটনায় নার্সের স্বামী ও সন্তানের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১০২৮ Time View

নিজস্ব প্রতিবেদক-🕧১৯.০৯.২০২০

 

 

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী এলাকায় এ দুর্ঘটনাা ঘটে।

ঢাকা নার্সিং কলেজের ৫ম ব্যাচ এর ছাত্রী তাসলিমুল জান্নাত রেবু এর স্বামী( সহকারী শিক্ষক,সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রীবর্দী, শেরপুর) এবং ৫ বছর এর বাচ্চা কিশোরগঞ্জ এর নিকলি হাওর টুর এ যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাওয়ার পথে মাইক্রোবাসটির সঙ্গে নান্দাইলের ডাংরী এলাকায় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান ফাহাদ নামে শিশুটির মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত সাতজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।

বিডিনার্সিং২৪ এর পক্ষে গভীর শোক প্রকাশ করছি,
আল্লাহ উনাদের কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।
শোক সন্তপ্ত পরিবার কে ধর্য্য ধরার তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102