আদনান ফারাবী, ঢাকাঃ নার্সদের বকেয়া সিলেকশন গ্রেড বাস্তবায়ন, করোনায় মৃৃৃত্যু বরণকারী নার্সদের রাষ্ট্রীয় সন্মাননা ও নার্সিং পেশার বিভিন্ন সমস্যা সমাধানে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ স্বাস্থ্য সচিব আবদুল মান্নান, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ও স্বাধীনতা নার্সেস পরিষদের নেতাদের উপস্থিততে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় নার্সদের বকেয়া সিলেকশন গ্রেড জটিলতা, করোনায় মৃত নার্সদের রাষ্ট্রীয় সন্মাননা প্রদান, করোনা আক্রান্ত নার্সদের ক্ষতিপূরণ এবং নার্সিং পেশার উন্নয়নে নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব আবদুল মান্নান বলেন খুব শীঘ্রই সিলেকশন গ্রেড জটিলতা ও নার্সদের সকল সমস্যার সমাধান করা হবে। এছাড়াও করোনা মোকাবিলায় মৃত্যু নার্সদের রাষ্ট্রীয় সন্মাননা সহ করোনা মোকাবিলায় আরও নার্স নিয়োগের কথা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, মহাসচিব ইকবাল হোসেন সবুজ, বিএনএ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাটোয়ারী, বিএনএ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, বিএনএ শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান লিটন, স্বানাপ নেতা মাজহারুল ইসলাম জুয়েল, নার্স নেতা মাজহারুল ইসলাম, খাদেমুল ইসলাম, সঞ্জিব মল্লিক, রাজিব কুমার বিশ্বাস, মোহাম্মদ লতিফ, আনন্দ কুমার বিশ্বাস, মাহবুবা টাটা প্রমূখ।