রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

শেরপুরে নার্সদের মাঝে শতাধিক পিপিই দিলেন বিএনএ সভাপতি ইসমত আরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৭২ Time View

 

স্টাফ রিপোর্টার:রাবিয়া আক্তার মীম।
ফুলপুর,ময়মনসিংহ।

শেরপুরে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত নার্সদের জন্য শতাধিক পিপিই দিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন(বিএনএ) কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি,বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা-সভাপতি, শেরপুরের সন্তান ইসমত আরা পারভীন।১২ অক্টোবর সোমবার দিনব্যাপী শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ওইসব পিপিই বিতরণ করেন ইসমত আরা পারভীনের ছোট ভাই,শেরপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-রাশেদুজ্জামান রতন।

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের হাতেও কিছু পিপিই তুলে দেওয়া হয়।এছাড়া শহরের ইউনাইটেড হাসপাতাল, ফিরোজা-মর্তুজ হাসপাতাল,নিরাপদ জেনারেল হাসপাতাল,মা জেনারেল হাসপাতাল,হাজী নিয়ামত উল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, দারুস-শিফা ক্লিনিক,আল-কেমী ডায়াগনস্টিক সেন্টার সহ আরো কয়েকটি সেন্টারের নার্সদের মাঝে এইসব পিপিই বিতরণ করা হয়।

পিপিই বিতরণকালে সাংবাদিক-মানবাধিকারকর্মী আনোয়ার সরকার জালাল সহ ওইসকল হাসপাতাল-ক্লিনিকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102