বিডিনার্সিং২৪,
শারদীয় শুভেচ্ছা জানালো সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস(এসবিজিএসএন)।আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক বার্তায় হিন্দু ধর্মাবলম্বী সবাইকে তাদের সবথেকে বড় উৎসব দূর্গা পূজোর শুভেচ্ছা জানায় সংগঠনটি।
এসবিজিএসএন এর সভাপতি পার্থ ঘোষ বিডিনার্সিং২৪ কে বলেন,প্রতি বছরের ন্যায় এবারও আমরা সবাই সুন্দর ভাবে সুস্থ শরীরে সম্পূর্ণ দুর্গা পূজা সনাতনী বিধিসম্মত ভাবে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপন করতে পারি এবং আদি শক্তি মহামায়া আরাধনায় নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি।পুজোর শিক্ষাকে যাতে আমরা হৃদয়ে ধারণ করি।পুজোর মাধ্যমে আমরা যাতে নিজেদের মনের ভিতরকার আসুরিক প্রবৃত্তি কে বধ করতে সক্ষম হই এবং সকল অন্যায়ের প্রতিবাদ করতে পারি ।
ধর্মীয় রীতিনীতি এবং নিয়ম কারণ অনুসারে মায়ের আরাধনা করে পৃথিবীর সকল জীবের মঙ্গল ও শান্তি কামনা করে প্রার্থনা করি।
এবছরের করোনা মহামারী পরিস্থিতির আলোকে সকলকে যথাযথ নিরাপত্তা বিধি অনুসরণ করে পূজা-অর্চনা করার জন্য অনুরোধ করছি।
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মামুন বিডিনার্সিং২৪ কে জানান, দূর্গা পূজো হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব।এই উৎসব সবার মাঝে নিয়ে আসুক অনাবিল আনন্দ।পূজো উপলক্ষে প্রতিটি পরিবার,প্রতিবেশীদের মাঝে গড়ে উঠুক আরও আন্তরিক সম্পর্ক। করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সুষ্ঠু ও নিরাপদ ভাবে পালিত হোক দূর্গা পূজো।