বিডিনার্সিং২৪ -মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। লাখো বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে। সেই পতাকার লাল-সবুজের সাজে দিনটি পার করেছে সব শ্রেণি-পেশা ও বয়সী মানুষ। গতকাল বিজয় দিবসে (১৬ ডিসেম্বর ২০২০) রাজধানীর বিভিন্ন এলাকায় প্রথম আলোর আলোকচিত্রীরা ছবিগুলো তুলেছেন।
ছবিতে একঝাঁক নার্সিং শিক্ষারথীদের দেখা যায় বিজয় দিবসে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। বিডি নার্সি২৪ কে তারা জানান, তারা জানায় বিজয় দিবসে প্রতি বছরই ঘুরতে বার হন তারা। তবে করোনা মহামারীতে খুব বেশি বন্ধুরা একত্রিত হতে পারেননি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানান তারা।