স্টাফ রিপোর্টার-নাদিয়া রহমান,ঢাকা
তারিখ -১৩.০৯.২০২০
দারুচিনিতে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান থাকায় সবার স্কিনে এটা স্যুট নাও করতে পারে। সাধারণভাবে ত্বকে দারুচিনির গুঁড়ো ব্যবহার করে হালকা অস্বস্তি হতে পারে, তবে সেটা ৩০-৪০ সেকেন্ডের জন্য। তারপর স্বাভাবিক লাগার কথা। তবে অস্বস্তির পরিমান বেড়ে গেলে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলতে হবে। চলুন জেনে নেওয়া যাক রূপচর্চায় দারুচিনি কীভাবে ব্যবহার করা যায়-
১)ব্রণ এবং ব্রণের দাগ দূর করতেঃ
৩ চা চামচ খাঁটি মধু আর ১ চা চামচ দারুচিনির গুঁড়ো একটি পাত্রে নিয়ে ভালো করে মিক্স করে যে যে স্থানে একনে/ব্রণ হয়েছে সেসব স্থানে ভালোভাবে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ এবং ব্রণের দাগ আস্তে আস্তে কমে যাবে।
২)অ্যান্টি–এইজিং স্কিন মাস্ক তৈরিতেঃ
একটি ডিম আর ২ চা চামচ দারুচিনির গুঁড়ো একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিন কমপক্ষে আধা-এক ঘণ্টা। তারপর মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ দিয়ে একটি টিস্যু দিয়ে মুখঘষে চোখের চারপাশের অংশ বাদ দিয়ে আস্তে আস্তে পুরো মুখে চামচের সাহায্যে মাস্কটি লাগিয়ে নিন। দারুচিনির কারণে চামড়ায় সামান্য জ্বলুনি অনুভূত হতে পারে। এক ঘণ্টা পর পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে প্রতিদিন একবার করে কমপক্ষে দুই সপ্তাহ ব্যবহার করুন। ডিম আপনার স্কিনের পোরগুলোকে ছোট করবে, আর দারুচিনি অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান একনে/ব্রণগুলোকে সারিয়ে তুলবে এবং স্কিনকে টাইটেন করবে। এই মাস্কটি একবার বানালে কমপক্ষে তিনদিন ব্যবহার করতে পারবেন।
৩)পায়ের যত্নেঃ
১ মগ কুসুম গরম পানিতে ২ চা চামচ লেবুর রস, ১ চা চামচ মধু, ২ চা চামচ দারুচিনি গুঁড়ো, ৩-৪ ফোঁটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে তাতে পা ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। পা ধুয়ে ফেলার আগে স্ক্রাব করে নিন ব্রাশ এবং পিউমিস স্টোন দিয়ে। পা দু’টো ঝকঝকে হয়ে যাবে নিমেষেই।
৪)ঠোঁটের কালচে ভাব দূর করতেঃ
১ চা চামচ ভ্যাসেলিনের সঙ্গে ১ চিমটি দারুচিনি গুঁড়া মেশান। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। হালকা জ্বলুনি হতে পারে ঠোঁটে। তবে অতিরিক্ত জ্বলুনি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। ঠোঁটের কালচে দাগ দূর হবে।সরাসরি কখনো দারুচিনি লাগাবেন না।
৫) চুল পড়া রোধেঃ
যেকোন মানুষের জন্যে ‘চুল পড়া’ একটি ভয়ানক ব্যাধি। সপ্তাহে একদিন দারুচিনি দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করে অনেকাংশে রোধ করতে পারেন এ সমস্যা। দুই টেবিল-চামচ দারুচিনি ও মধুর সঙ্গে অর্ধেক কাপ গরম জলপাই তেল মেশান। এ মিশ্রণকে আরেকটু ঘনত্ব দিতে চাইলে ডিম যোগ করতে পারেন। ভেজা চুলে সুন্দর করে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে
ফেলুন।
৬)শুষ্ক ত্বকের স্ক্রাব হিসেবেঃ
শুষ্ক ও খসখসে ত্বক নিয়ে কেউই বাস করতে চান না। এক্ষেত্রে, যথেষ্ট উপকারী উপাদান হিসেবে দায়িত্ব পালন করে ‘দারুচিনি’। লবণ, বাদাম তেল, জলপাই তেল, মধু ও দারুচিনির মিশ্রণে একটি দারুণ স্ক্রাব তৈরি করে শুষ্ক ত্বকে ব্যবহার করুন। এবার ফলাফল দেখুন নিজের চোখে।