বিডিনার্সিং২৪ -নার্সিং প্রফেশনের উন্নয়নের স্বার্থে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিকল্প নেই।সমাজে নার্সদের সামাজিক মান মর্যাদা বৃদ্ধিতে হাসপাতাল সেবার পাশাপাশি সামাজিক কাজে অংশ নিতে সংগঠন একটি বিরাট ভূমিকা পালন করে।
সেই লক্ষ্যেই রাজশাহী বিভাগের সকল নার্সিং শিক্ষার্থীদের নিয়ে সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।যার উদ্দেশ্য রাজশাহী বিভাগের সকল নার্সিং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করা।
যেসব শিক্ষার্থীর বাড়ি রাজশাহী বিভাগে শুধুমাত্র সেসকল শিক্ষার্থীদের নিজে কাজ করবে সংগঠনটি
ইতোমধ্যে ঢাকা নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ, চট্রগ্রাম নার্সিং কলেজ, রংপুর নার্সিং কলেজ, দিনাজপুর নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ সহ প্রায় দেশের সকল সরকারি ও বেসরকারি নার্সিং শিক্ষার্থীদের সমন্বয়ে কার্যক্রম শুরু হয়েছে।
অতিশীঘ্রই আহবায়ক কমিটি আহবান করে কমিটির কার্যক্রম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা নার্সিং কলেজের ৪র্থ বর্ষের (১৬-১৭) শিক্ষার্থী তানজিমা আক্তার।
তিনি জানান এতদিন বিভিন্ন বিভাগের সংগঠন থাকলেও রাজশাহী বিভাগের কোনো সংগঠন ছিলোনা, সকলকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানিয়েছেন তানজিমা আক্তার।
সকল শিক্ষার্থী কে দ্রুত যোগাযোগ করার আহবান জানিয়েছেন তিন।