স্টাফ রিপোর্টারঃমরিয়ম আক্তার, চাঁদপুর।
🧭০৯.০৯.২০২০
১৬ সেপ্টেম্বরের মধ্যে চালু হচ্ছে আরো ৮৪টি ট্রেন
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সীমিত আকারে ট্রেন চলাচলের পর আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে চালু হচ্ছে আরো ৮৪টি। এ নিয়ে ২১৮টি ট্রেন চালু হবে। বাকি ১৪৪টি মেইল ও লোকাল ট্রেন পর্যায়ক্রমে চালু হবে।
গতকাল মঙ্গলবার রেল মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
যাত্রীদের যাতায়াত স্বাভাবিক করার অংশ হিসেবে পর্যায়ক্রমে চালু হতে যাচ্ছে ট্রেন সার্ভিস। গত ৯ আগস্ট রেল মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) মাঝে বৈঠকে সিদ্ধান্তের ধারাবাহিকতায় ট্রেনগুলো চালু করা হচ্ছে।
সোমবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) নাসির হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় শারীরিক দূরত্ব বজায় রাখতে বর্তমানে ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। ১২ সেপ্টেম্বর থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে।